ডাবল ক্লিনজিং!!
এই ব্যাপারটা অনেক আপুরা জানেই না, আবার জানলেও এই স্টেপটাকে অনেকে গুরুত্বই দেন না।
ডাবল ক্লিনজিং কেন করবেন?
সানস্ক্রিন ব্যাবহারের পরেও অনেকেই বলে থাকি যে – স্কিন কালচে হয়ে যাচ্ছে বা ঘন্টা খানেক পর মনে হচ্ছে স্কিনে কেমন একটা কালচে আবরণ পড়ে যাচ্ছে। এটা হচ্ছে ডাবল ক্লিনজিং না করার কারণ।
প্রথমত দিনের শুরুতেই স্কিনটাইপ অনুযায়ী একটি ভাল ফেইসওয়াশ ইউজ করুন। তারপর স্কিনটাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার এপ্লাই করুন। এ,,র,,প,,র,, এপ্লাই করুন (স্কিন অনুযায়ী) সানস্ক্রিন,সানস্প্রে অথবা
সানস্টিক যা, যা আপনাকে রিএপ্লাই এর ঝামেলা থেকে বাচতে সাহায্য করবে।
কিন্তু মনে রাখবেন যেকোনো সানস্ক্রিন আপনাকে দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত রোদ থেকে সাপোর্ট দিতে হেল্প করে। সেক্ষেত্রে বাইরে যখন থাকবেন চেষ্টা করবেন প্রতি দুই – আড়াই ঘন্টা পর পর সানস্ক্রিন রিএপ্লাই করতে। মনে রাখবেন! এই রিএপ্লাই কিংবা বাসায় ফেরার পর স্কিনে যদি এক্সেস অয়েল থাকে – তাহলে ইউজ করতে পারেন 𝗙𝗿𝗲𝘆𝗶𝗮𝘀 𝗧𝗲𝗮 𝗧𝗿𝗲𝗲 𝗙𝗼𝗮𝗺𝗶𝗻𝗴 𝗙𝗮𝗰𝗲 𝗪𝗮𝘀𝗵 (আমাদের পেজ কিংবা ওয়েবসাইটে পেয়ে যাবেন) কিন্তু,,,,দিন শেষেও ময়েশ্চারাইজার ভুললে কিন্তু চলবে না।
বি:দ্র: মনে রাখতে হবে, যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট এর কার্যকারিতা এক এক ত্বকে এক এক রকম। কোনো ভালো স্কিন কেয়ার ব্র্যান্ডই তাদের প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে গ্যারেন্টি সহকারে রেজাল্ট পাওয়ার আশ্বাস দিয়ে থাকে না। আপনার স্কিন যদি সেন্সিটিভ হয়ে থাকে এবং স্কিনে প্রোডাক্ট ব্যবহারে রিয়েকশন হয়ে থাকে তাহলে আমাদের সাজেশন থাকবে একজন ভাল স্কিন বিশেষজ্ঞ বা এক্সপার্টের মতামত বা সাজেশন অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করতে।