ফেসবুক থেকে কেনাকাটার আগে কিছু জিনিস জানা জরুরি!!

429780154 379387968361329 5368485882242527483 n

ফেসবুক থেকে কেনাকাটার আগে কিছু জিনিস জানা জরুরি!! বর্তমানে কেনা-বেচার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। অনেকেই ঘরে বসে ব্যবসা চালিয়ে যেতে ফেসবুক পেজ ব্যবহার করছেন। আবার ঘরে বসেই পছন্দের পণ্যটি হাতে পেতে বিভিন্ন ফেসবুক পেজের ওপর আস্থা রাখছেন ক্রেতারা। এতে করে বাঁচছে সময়, কমছে পরিশ্রমও। হিসেব করে দেখা গেলে, লাভবান হচ্ছেন উভয়পক্ষই। এদিকে ফেসবুক পেজে বিক্রির নামে প্রতারণার ঘটনাও কম নয়। অনেকে পছন্দের পণ্যটি কিনতে গিয়ে হচ্ছেন প্রতারিত। বাহারি রঙের সব ছবি দেখিয়ে আকৃষ্ট করছেন। এরপর ডেলিভারির সময় পাঠাচ্ছেন অত্যন্ত নিম্মমানের পণ্য। কেউ কেউ আবার অগ্রিম মূল্য নিয়ে পণ্য পাঠাচ্ছেন না। আরও অনেক উপায়ে আশ্রয় নিচ্ছেন প্রতারণার। প্রতারণার ভয়ে তবে কি ফেসবুক থেকে কেনাকাটা বন্ধ করে দেবেন? একদমই নয়। বরং ফেসবুকে পণ্য কিনে ঠকে যেতে না চাইলে সতর্ক হতে হবে আপনাকেই। কিছু বিষয়ে খেয়াল রাখলে আর ঠকে যাওয়ার ভয় থাকবে না। চলুন জেনে নেওয়া যাক কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন- ১. প্রলোভনে পড়বেন না আপনাকে আকৃষ্ট করার জন্য সব বিক্রয় প্রতিষ্ঠানই আকর্ষণীয় সব বিজ্ঞাপন দেবে। তাই কোনো আকর্ষণীয় বা লোভনীয় বিজ্ঞাপন দেখলেই হুট করে কিনে ফেলবেন না। প্রথমেই খেয়াল করুন প্রতিষ্ঠানের নাম ও ঠিকানার সঙ্গে মালিকের নাম ও ঠিকানার মিল রয়েছে কি না। ২. ট্রেড লাইসেন্স অনলাইন প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স রয়েছে কি না জেনে নিন। থাকলে তার নিবন্ধন নম্বর কত তা জেনে নিন। ওয়েবসাইটে ট্রেড লাইসেন্সের কপি আছে কি না তা দেখে নিন। এতে ঠকে যাওয়ার ভয় থাকবে না। ৩. মূল্য পরিশোধের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধ করতে বললে প্রথমেই টাকা পাঠিয়ে দেবেন না। কয়েকটি নম্বর থেকে ফোন করে যাচাই বাছাই করে তারপরই টাকা পাঠান। নির্দিষ্ট পণ্য যেন পাঠায় এবং পণ্যের সঙ্গে রসিদও যেন পাঠায় সেটি উল্লেখ করে দেবেন। ৩. ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করার পদ্ধতিকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি। তাই আগে পণ্য হাতে পেয়ে বিক্রয় প্রতিনিধিকে সরাসরি মূল্য পরিশোধ করা যায় এমন পেজ থেকে কেনাকাটা করাই বুদ্ধিমানের কাজ। পণ্যটি হাতে পাওয়ার পর বিক্রয় প্রতিনিধির সামনেই চেক করে দেখে নিন। ৪. রিভিউ দেখে নিন কোনো পেজে যদি রিভিউ অপশন না থাকে তবে ভুলেও সেখান থেকে পণ্য কিনবেন না। অর্ডার করার আগে রিভিউ অপশনে গিয়ে ভালো করে দেখে নিন। সেইসঙ্গে চোখ রাখুন পোস্টের নিচের কমেন্টেও। পেজটি একদমই নতুন কি না, পোস্টের রিচ কেমন সেগুলোও ভালো করে যাচাই করে নিন। #টিপস #ফেসবুক #কেনাকাটা #গ্লোয়িকা #অনলাইন See less

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *