Blog
মাথায় উকুন হলে কী করবেন? 😐
মাথায় উকুন হলে কী করবেন? 😐
মাথায় উকুন হওয়া আমাদের দেশে পরিচিত ও বিব্রতকর সমস্যা। এই পরজীবী সাধারণত মানবদেহের তিনটি জায়গায় সংক্রমণ করে, যার মধ্যে মাথায় বা মাথার চুলে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটায়। এ ছাড়া শরীরে এবং পিউবিক হেয়ার বা গুপ্তলোমেও হওয়া বিচিত্র নয়। আবার পুরুষের তুলনায় নারীদের চুলে উকুনের সংক্রমণ বেশি হতে দেখা যায়। যার মধ্যে কিশোরীদের মাথায় বেশি উকুন হয়। শিশুদের ক্ষেত্রে ৩ থেকে ১২ বছর বয়সে উকুন বেশি দেখা যায়।
উকুন উড়তে বা লাফ দিতে পারে না। সাধারণত একজনের মাথা, শরীর থেকে সরাসরি অন্যজনের মাথা, শরীরে চলে যেতে পারে। আবার একজনের ব্যবহৃত চিরুনি, ব্রাশ, বালিশ, চুলের ফিতা, রাবার ব্যান্ড, বিছানার চাদর, গামছা, তোয়ালে ইত্যাদির মাধ্যমেও ছড়াতে পারে।
আপনিও কি উকুনের জালায় ভুগছেন?
উকুনের যন্ত্রনা আর নয়। উকুনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এ উকুন মারার চিরুনি। এটি ব্যবহার করলে মাথার সব উকুন চলে যাবে এবং উকুনের ডিম ও খুশকিও চলে যাবে ইনশাআল্লাহ্।
ব্যবহার : ব্যবহারের আগে মাথায় তেল দিয়ে নিতে হবে।